যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ২০২০ সালের সবচেয়ে জাকজমকপূর্ন মর্যাদাপূর্ন অস্কার পুরষ্কার এর আসর। এই অনুষ্ঠানের মাধ্যমে এবছরের পুরষ্কার মৌসুমও শেষ হল বলা যায়। গত বছররের দারুন সব ছবির লড়াই দেখতে উন্মুখ হয়েছিল সারা পৃথিবীর দর্শক ও সৃজনশীল শিল্পীরা।
এ বছর ৯২তম অস্কার আসরে সেরা চলচিত্রের পুরষ্কার জিতে তাক লাগিয়ে দিয়েছে কোরিয়ান ভাষার সিনেমা ‘প্যারাসাইট’। এই প্রথম বিদেশি ভাষার কোনো চলচিত্র অস্কারে সেরা পুরষ্কার প্রাপ্তির মর্যাদা পেল। শুধু তাই নয় বিদেশী ভাষার সেরা ছবির ক্যাটাগরিতেও মিলেছে পুরষ্কার। সেরা পরিচালক হয়েছেন বং জুন-হো। সেরা অরিজিনাল চিত্রনাট্যের পুরষ্কারও পেয়েছে এই ছবি। মোট ৪টি পুরষ্কার পেয়ে সর্বোচ্চ সংখ্যক পুরষ্কার ঝুলিতে পুরেছে প্যারাসাইট এ বছর।

৯২তম অস্কারে সেরাদের তালিকা :
সেরা চলচিত্র: প্যারাসাইট
সেরা অভিনেতা: হোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েজার (জুডি)
সেরা সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা পার্শ্ব-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড)
সেরা পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)
সেরা চিত্রনাট্য (মৌলিক): প্যারাসাইট
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জোজো র্যাবিট
সেরা আন্তর্জাতিক সিনেমা: প্যারাসাইট



সেরা অ্যানিমেটেড সিনেমা: টয় স্টোরি ফোর
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: হেয়ার লাভ
সেরা প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন
সেরা চিত্রগ্রহণ: রজার ডেকিনস (১৯১৭)
সেরা রূপ ও চুলসজ্জা: বোম্বশেল
সেরা মৌলিক সুর: হিলডুর গোনাদৈত্তির (জোকার)
সেরা মৌলিক গান: আই এম গোননা
সেরা সম্পাদনা: ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা শিল্প নির্দেশনা: ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (লাইভ অ্যাকশন): দ্য নেইভারস উইন্ডো
সেরা শব্দ সম্পাদনা: ডোনাল্ড সিলভেস্টার
সেরা শব্দ মিশ্রণ: ১৯১৭
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ১৯১৭
সেরা পোশাক পরিকল্পনা: লিটল উইমেন